গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা!

Passenger Voice    |    ১১:২৫ এএম, ২০২৩-০২-১০


গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা!

গাজীপুরের শ্রীপুরে সংবাদের তথ্য সংগ্রহকালে এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেছেন আহত ওই সাংবাদিক। ঘটনার তিন দিন পার হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাংবাদিক আরিফ খান আবিরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

হামলায় অভিযুক্ত জজ মিয়া শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এ হামলায় তার সঙ্গে অজ্ঞাত ছয়জন অংশ নেন। 

সাংবাদিক আরিফ খান আবির বলেন, জজ মিয়া তার আপন ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরু চুরির ঘটনায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এ ধরনের ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানায়। আর সেই সংবাদ সংগ্রহের জন্য গেলে আমাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারী।

এদিকে ঘটনার রাতেই অভিযুক্ত জজ মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হলে গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঘটনার পরই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

 

 

প্যা/ভ/ম